Sunday, 18 December 2011

Arriving in Kolkata

দীর্ঘদিন পর জার্মানি থেকে আজ সকালে জন্মভূমিতে আসছেন। প্রখ্যাত পরিচালক, অভিনেতা, লেখক, নাট্যকার ও ডয়চে ভেলের মিষ্টি কন্ঠের সংবাদপাঠক আমার ভাই সুপ্রিয়'দা যখন এয়ারপোর্টে ভক্ত অনুরাগীদের সঙ্গে কুশল বিনিময় করবেন ঠিক তক্ষুণি বাংলাদেশের পক্ষ থেকে বাংলা সংস্কৃতির মহাবিক্রমী যোদ্ধা এই প্রিয়তম মানুষটির হাতে তুলে দেব আমাদের লাল সবুজের পতাকা্। যেতে পাচ্ছি না বটে তবে ইতোমধ্যে নেতাজী সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক দমদম এয়ারপোর্টে আমি পাঠিয়েছে আমার আমাকে!

 "After a longtime he is visiting his homeland. This morning, when this famous director, actor, author & playwrit will be flooded by love & greetings from his fans & followers & friends & other crowd, I will hand him over the green & red national flag of Bangladesh. He is my most favourite presenter of the Deutsche Welle , German Radio. I believe he is the warrior who is fighting to enrich our beloved language Bangla. He is a beloved to everyone. I am in Bangladesh & cannot visit him in India right now, but my soul is already there in the NSC Bose International Airport. It is waiting to see my beloved man Supriyoda." (Ali Akhtar Golam Kibria, Rajshahi, Bangladesh.)





No comments:

Post a Comment